তৈরি পোশাকে ভর করে মহামারিকালেও এগিয়ে যাচ্ছে দেশের রপ্তানিখাত। বেড়েই চলেছে রপ্তানি আয়। সদ্য শেষ হওয়া নভেম্বর মাসে ৪০৪ কোটি ১৩ লাখ ডলারের পণ্য রপ্তানি হয়েছে, যা লক্ষ্যমাত্রার চেয়ে ৪৭ কোটি ডলার বেশি।
নভেম্বরে রপ্তানি লক্ষ্যমাত্রা ছিল ৩৫৭ কোটি ৫০ লাখ ডলার। ফলে লক্ষ্যমাত্রার চেয়ে নভেম্বরে রপ্তানি আয় ১৩ দশমিক ৪ শতাংশ বেশি হয়েছে। এছাড়া গত অর্থবছরের চেয়েও এবার নভেম্বরে রপ্তানি আয় বেড়েছে।