এক মাসও যায়নি। আওয়ামী লীগের দুজন বড় নেতা তাঁদের পদ হারালেন। প্রথমজন দেশের বৃহত্তম সিটি করপোরেশন গাজীপুরের মেয়র মো. জাহাঙ্গীর আলম। দ্বিতীয়জন তথ্য প্রতিমন্ত্রী মো. মুরাদ হাসান। মেয়র জাহাঙ্গীর আলমকে প্রথমে দল থেকে বহিষ্কার করা হয়। পরে তাঁকে মেয়র পদ থেকে বরখাস্ত করা হয়। আর মুরাদ হাসানকে আপাতত প্রতিমন্ত্রীর পদ ছাড়তে বলা হয়েছে। তাঁর বিরুদ্ধে দলীয়ভাবে ব্যবস্থা নেওয়ার সুপারিশও করা হবে বলে আজ মঙ্গলবার প্রথম আলোকে জানিয়েছেন দলটির যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ।
রাজনৈতিক বিশ্লেষকেরা বলছেন, বিরোধী নেতা-নেত্রীদের বিরুদ্ধে বিষোদ্গার, কুরুচিপূর্ণ কথাবার্তা দেশের রাজনীতির সংস্কৃতির অংশ হয়ে গেছে। অনেক সময় দলের জ্যেষ্ঠ নেতাদের মাধ্যমেই কনিষ্ঠরা এসব কাজে উদ্দীপ্ত হন। সর্বশেষ মুরাদ হাসানের ঘটনা এরই একটি প্রতিফলন। তবে তাঁকে পদত্যাগের মাধ্যমে একটি ইতিবাচক সিদ্ধান্ত হয়েছে বলেই তাঁদের ধারণা।