স্বৈরাচার পতন দিবসের সমকালীন তাৎপর্য

সমকাল সাইফুর রহমান তপন প্রকাশিত: ০৬ ডিসেম্বর ২০২১, ০৮:০৬

৬ ডিসেম্বরকে বলা হয় স্বৈরাচার পতন দিবস। ১৯৯০ সালের এ-দিনে তৎকালীন রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ ছাত্র-গণঅভ্যুত্থানের মুখে পদত্যাগ করেছিলেন। এরশাদ ১৯৮২ সালে সেনাবাহিনীর প্রধান থাকাকালে গায়ের জোরে বিচারপতি আবদুস সাত্তারের নেতৃত্বাধীন বিএনপি সরকারের কাছ থেকে রাষ্ট্রক্ষমতা কেড়ে নিয়েছিলেন। প্রায় ৯ বছরের শাসনকালে কয়েক দফা নির্বাচনের মাধ্যমে তার সে ক্ষমতা দখলকে জায়েজ করার চেষ্টা করলেও জনগণের বৃহত্তর অংশের চোখে তিনি কোনোদিনই বৈধ শাসক বলে বিবেচিত হননি। স্বৈরাচার বলেই তিনি বরাবর পরিচিত ছিলেন। অতএব, তার ওই পদত্যাগের দিনটি পরিচিতি পায় স্বৈরাচার পতন দিবস হিসেবে।


প্রতিবারের মতো এবারও নিশ্চয় বিভিন্ন রাজনৈতিক দল দিবসটি পালন করছে শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণ এবং আলোচনা সভার মাধ্যমে। তবে, অন্তত গত কয়েক বছরের অভিজ্ঞতায় বলা যায়, সব রাজনৈতিক দল সমান গুরুত্বের সঙ্গে দিবসটি পালন করছে না। যেমন আওয়ামী লীগের কাছে দিবসটি পালন অনেকাংশেই আনুষ্ঠানিকতা মাত্র। আবার বিএনপির কাছে অন্তত এ সময়ে তা অনেক গুরুত্বপূর্ণ একটা দিবস।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us