ইতিহাসের অন্যতম সফল ঠাকুরদাদা: আমেরিকায় যৌন কারবারি কোটিপতি জার্মান নাপিত

বিডি নিউজ ২৪ মোস্তফা সারওয়ার প্রকাশিত: ০৫ ডিসেম্বর ২০২১, ২১:০৭

মানব জাতির ইতিহাসে রয়েছে বিচিত্র কাহিনী। তা নিয়ে রয়েছে বিবিধ মতামত। আলেকজান্ডার দ্য গ্রেটকে নিয়ে কত লেখা শুধু সাধুবাদে ভরপুর! তার সংখ্যা নির্ধারণ কঠিন কাজ। আফগান তালেবানদের শক্তির কেন্দ্র কান্দাহার, মিশরের আলেকজান্দ্রিয়া, মোগল সম্রাট আকবরের রাজধানী সেকেন্দ্রাবাদ, ইত্যাদি কত শহরের নামকরণ তাকে নিয়ে। এমনকি আমার মরহুম পিতার নাম ইস্কান্দার– আলেকজান্ডার শব্দের ফারসি রূপ। তথাপি আমার কাছে কখনও কখনও মনে হয় আলেকজান্ডার এক সুচতুর ভয়ংকর দস্যু। আমার অনুভূতিকে জানান দিতে আমার কবিতা ‘Aphrodite Selling Nectar of Forbidden Fruit’ এর কয়েকটি পংক্তি উল্লেখ করব। যুক্তরাষ্ট্রের সাদার্ন ইউনিভার্সিটি অব লুজিয়ানার সাহিত্য জার্নালে এ বছর ডিসেম্বরে কবিতাটি ছাপা হবে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us