শরীয়তপুরে হঠাৎ কোল্ড ডায়রিয়ার প্রকোপ বৃদ্ধি পেয়েছে। গড়ে প্রতিদিন অন্তত ১৫ রোগী ভর্তি হচ্ছেন সদর হাসপাতালে। ফলে ব্যাহত হচ্ছে হাসপাতালের স্বাভাবিক চিকিৎসা কার্যক্রম। ওয়ার্ড ছাড়িয়ে মেঝেতে আশ্রয় নিতে বাধ্য হচ্ছেন রোগীরা। এদিকে ঠাণ্ডা ও শ্বাসকষ্টের রোগীও বেড়েছে। ফলে হাসপাতালের চিকিৎসকের রুম, মেডিসিন কর্ণারসহ করিডোরে রোগীদের দীর্ঘলাইন দেখা যায়। ২৫ নভেম্বর থেকে ১ ডিসেম্বর পর্যন্ত শরীয়তপুর সদর হাসপাতালে অন্তত ১৫০ জন ডায়রিয়ার রোগী ভর্তি হয়েছেন।