India: পুজারাকে দিয়ে ওপেন করাও

আনন্দবাজার (ভারত) প্রকাশিত: ০২ ডিসেম্বর ২০২১, ০৬:৩৩

কানপুরে প্রথম টেস্টে চতুর্থ দিনের শেষে নিউজ়িল্যান্ডকে এক উইকেট হারাতে দেখে ধরেই নিয়েছিলাম এই ম্যাচ আমরাই জিতছি। কিন্তু ক্রিকেট অনিশ্চয়তার খেলা। পঞ্চম দিনের প্রথম সেশনে উইল সমারভিল ও টম লাথাম যে প্রথম দু’ঘণ্টা ব্যাট করে দেবে, তা হয়তো কেউ ভাবতেও পারেননি। এমনকি শেষের দিকে রাচিন রবীন্দ্র ও অজাজ় পটেল বিশ্বের সেরা স্পিনারদের বিরুদ্ধে যে ঢাল হয়ে দাঁড়াবে, সেটাও আশা করিনি। সব মিলিয়ে জমজমাট একটি টেস্ট ম্যাচের শেষে ভারত জিতলে ভাল লাগত।


নিউজ়িল্যান্ডের এই লড়াইকেও কুর্নিশ। যে ভাবে নীচের সারির ব্যাটাররা দাঁতে দাঁত চেপে শেষ পর্যন্ত লড়াই করল, তাতে বলে দেওয়াই যায় অচেনা পরিবেশে হার-না-মানা লড়াই করে যেতে ওরা অভ্যস্ত হয়ে গিয়েছে। ওদের কাছে এই ফল কার্যত জয়ের সমান। শুক্রবার থেকে শুরু মুম্বই টেস্ট। ওয়াংখেড়ের পিচে বল অনেক বেশি বাউন্স করে। সুইং পায় পেসাররা। টিম সাউদি, কাইল জেমিসনের সঙ্গে নিল ওয়াগনারকেও দলে নিয়ে ভারতকে পরীক্ষার মধ্যে ফেলতে পারে কেন উইলিয়ামসনরা।


 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us