নওগাঁর মান্দা উপজেলার ১৪টি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত একজনসহ ৪৪ জন চেয়ারম্যান প্রার্থী জামানত হারাচ্ছেন। নির্বাচনের নিয়ম অনুযায়ী, সব ভোটকেন্দ্রে প্রদত্ত মোট ভোটের আট ভাগের এক ভাগ ভোট না পাওয়ায় তাঁদের জামানত বাজেয়াপ্ত হচ্ছে।
উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, গত ২৮ নভেম্বর তৃতীয় ধাপের ইউপি নির্বাচনে মান্দার ১৪ ইউপিতে ৯৩ জন প্রার্থী চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করেন। এর মধ্যে ৪৪ জন প্রার্থী প্রদত্ত ভোটের আট ভাগের এক ভাগও পাননি। এর মধ্যে আওয়ামী লীগ মনোনীত একজন, জাতীয় পার্টির পাঁচজন, সিপিবির তিনজন, ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত একজন ও ৩৪ জন স্বতন্ত্র প্রার্থী রয়েছেন।