সোনাগাজীতে বিএনপি নেতার পোল্ট্রি খামারে সন্ত্রাসীদের বোমা, গুলিবর্ষণ

মানবজমিন প্রকাশিত: ০১ ডিসেম্বর ২০২১, ০০:০০

ফেনীর সোনাগাজী উপজেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক আমিন উদ্দিন দোলন প্রকাশ ওরফে দোলন চেয়ারম্যানের ভাদাদিয়া গ্রামস্থ পোল্ট্রি খামারে বোমা হামলা ও গুলির অভিযোগ পাওয়া গেছে। গতকাল বিকাল ৩টায় ১০-১২ জনের একটি সংঘবদ্ধ চক্র এ হামলা চালায়। এলাকাবাসী ও দোলন চেয়ারম্যান জানান, বিকালে স্থানীয় সন্ত্রাসী রিংকু, জাবেদ, সিপাত, আরিফ, রায়হানের নেতৃত্বে ১০-১৫ জনের সন্ত্রাসী লোহার রড, বোমা ও অস্ত্র নিয়ে ওই খামার বাড়িতে হামলা চালায়। এ সময় তারা পোল্ট্রি খামারের গেটের উপর দিয়ে প্রবেশ করে ৭-৮টি হাত বোমার বিস্ফোরণ ঘটায়। এ ছাড়া ২-৩ রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে আতঙ্ক সৃষ্টি করে। বিএনপি নেতাকে হত্যার হুমকি দেয়। এতে খামারে কর্মরত কর্মচারীরা আতঙ্কে পালিয়ে যায়। সন্ত্রাসীরা যাওয়ার সময় প্রায় ৫০-৬০টি মুরগি নিয়ে যাওয়ার অভিযোগ করেন বিএনপি নেতা আমিন উদ্দিন দোলন। তিনি আরও জানান, সন্ত্রাসীরা খামারে প্রবেশের সময় তিনি সেখানে ছিলেন না। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে বলে তিনি জানান। স্থানীয় ইউপি চেয়ারম্যান ও সোনাগাজী উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি রবিউজ্জামান বাবু জানান, আমি নির্বাচনী কাজে ব্যস্ত। এ ধরনের কোনো সংবাদ আমার জানা নেই। সোনাগাজী মডেল থানার ওসি সাজেদুল ইসলাম পলাশ জানান, এ বিষয়ে কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেয়া হবে।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us