দেশে বর্তমানে যে আন্দোলন চলছে, তা কোনো নীতি ও নৈতিকতাকেন্দ্রিক আন্দোলন নয়। নৈতিকতাকে এখানে ঢাল করা হয়েছে। আসলে আন্দোলনটি রাজনৈতিক স্বার্থকেন্দ্রিক। স্বার্থটি হচ্ছে বিএনপি নেত্রী খালেদা জিয়ার ভগ্নস্বাস্থ্যকে পুঁজি করে মানুষের মনে সমবেদনা সৃষ্টি করা। তারপর সেই মানবিক সহানুভূতিকে রাজনৈতিক স্বার্থ পূরণে ব্যবহার করা। এ ক্ষেত্রে বড় সুবিধা এই যে অতি বড় শত্রুও মৃত্যুপথযাত্রী জানলে মানুষ তার কোনো অপরাধ মনে রাখে না। তার প্রতি সহানুভূতিতে আকুল হয়ে ওঠে।
বিএনপি তার দলনেত্রীর এই ভীষণ অসুস্থতার সময়েও তাঁর রোগমুক্তি চায় না, তাঁর সুচিকিৎসা চায় না। চায় অসুস্থ নেত্রীর প্রতি দল-মত-নির্বিশেষে মানুষের মনে যে দয়া ও করুণা জাগ্রত হয়েছে, তাকে কাজে লাগিয়ে দেশে সরকার পতনের আন্দোলন করার সুযোগ সৃষ্টি করা। এ ছাড়া তাদের হাতে কোনো রাজনৈতিক ইস্যু নেই। থাকলে তার প্রতি জনগণের সমর্থন নেই।