সরকার ও রাষ্ট্রের 'গুরুত্বপূর্ণ' ব্যক্তি, রাজনৈতিক নেতাদের অনেকেই নিয়মিত চিকিৎসা নিতে বা শারীরিক পরীক্ষার জন্য বিদেশ যান। চিকিৎসার জন্য তাদের পছন্দের তালিকায় রয়েছে থাইল্যান্ড, সিঙ্গাপুর, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও ভারতের মতো দেশ।
রাষ্ট্র ও সরকারের 'গুরুত্বপূর্ণ' ব্যক্তিরা কেন চিকিৎসার জন্য বিদেশ নির্ভর? রাষ্ট্রীয় খরচে বিদেশে চিকিৎসা নিতে যাওয়ার পরিবর্তে দেশেই কি আন্তর্জাতিক মানের (সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ বা থাইল্যান্ডের বামরুন গ্রাদ হাসপাতালের মতো) চিকিৎসা ব্যবস্থা গড়ে তোলা সম্ভব না? উচ্চবিত্তরা কেন চিকিৎসার জন্য বিদেশ যান? দেশের চিকিৎসা ব্যবস্থা কতটা যুগোপযোগী? চিকিৎসা ব্যবস্থার প্রতি আস্থাহীনতার কারণ কী? বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার উন্নত চিকিৎসা কি বাংলাদেশে সম্ভব?