জাতীয় দলের বাইরে বাংলাদেশের ক্রিকেটের উজ্জ্বল নক্ষত্র তুষার ইমরান। ঘরোয়া ক্রিকেটের রান মেশিনও বলা যায় তাকে। গত কয়েক বছরের পারফরম্যান্স সেই মর্যাদা এনে দিয়েছে তাকে। প্রথম শ্রেণির ক্রিকেটে ১২ হাজার রানের খুব কাছেই ছিলেন। কিন্তু চোটের কারণে এই মাইলফলক স্পর্শ না করেই আগামীকাল (রবিবার) ঢাকা বিভাগের বিপক্ষে জাতীয় লিগের ম্যাচে অবসরের ঘোষণা দিচ্ছেন খুলনা বিভাগের এই ক্রিকেটার।
১২ হাজার রান থেকে মাত্র ২৮ রান দূরে থাকা এই ক্রিকেটার ২০০৭ সাল থেকে জাতীয় দলের বাইরে। ১৪ বছর আগে নিউজিল্যান্ড সফরের ওয়ানডে ছিল তার বাংলাদেশের হয়ে সর্বশেষ ম্যাচ। এরপর ঘরোয়া ক্রিকেটে নিয়মিত খেললেও আর জাতীয় দলে ফেরা হয়নি। ৩৮ ছুঁই ছুঁই ডানহাতি ব্যাটার অবশেষে খেলোয়াড়ি জীবনকে বিদায় বলার সিদ্ধান্ত নিয়েছেন। আজ (শনিবার) বিষয়টি নিশ্চিত করেছেন বাংলা ট্রিবিউনকে দেওয়া সাক্ষাৎকারে। যেখানে ২১ বছরের ক্যারিয়ারে প্রাপ্তি-অপ্রাপ্তি ও ভবিষ্যৎ পরিকল্পনার কথাও উঠে এসেছে।