‘খাল কেটে কুমির আনা’—এই কথ্য বাংলা প্রবচনের কথা মনে পড়ল এই দফায় সরকারের জ্বালানির মূল্য বৃদ্ধি করা দেখে। জ্বালানির মূল্যবৃদ্ধি এই কারণে ‘খাল কেটে কুমির আনা’ নয় যে এতে সরকারের প্রতি জনসমর্থন কমে যাবে; ক্ষমতাসীন সরকার এই ভীতি থেকে দীর্ঘকাল ধরে একেবারেই মুক্ত। এই ভয় অবশ্য ভারতে আছে ভালোভাবেই।
ভারতে নির্বাচনী রাজনীতিতে পণ্যমূল্যের প্রভাব
বাংলাদেশে যে সময় জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি করা হলো, ঠিক তখন ভারতে মূল্য কমানো হয়েছে। এর কারণ হিসেবে ভারতীয় গণমাধ্যমে খুব স্পষ্টভাবে বলা হয়েছে, সম্প্রতি অনেক রাজ্যে লোকসভা এবং বিধানসভার শূন্য আসনে নির্বাচনে বাজে ফলাফল করা বিজেপি সরকার জনরোষকে ভয় করছে। নিকট ভবিষ্যতে উত্তর প্রদেশসহ অন্যান্য গুরুত্বপূর্ণ বিধানসভা নির্বাচনে ভরাডুবির ভয়েই এই মূল্য কমিয়েছে তারা।