১০ নভেম্বর খুবই সাদামাটাভাবে পালিত হলো শহীদ নূর হোসেন দিবস। ক্ষমতাসীন আওয়ামী লীগ, বিরোধী দল বিএনপিসহ বিভিন্ন দল ও সংগঠনের নেতারা নূর হোসেন চত্বরে ফুল দিয়ে স্বৈরাচারবিরোধী আন্দোলনে জীবন উৎসর্গকারী এই দুঃসাহসী তরুণের প্রতি শ্রদ্ধা জানান।
নব্বইয়ে স্বৈরাচারের পতনের পর বেশ ঘটা করে গণতন্ত্র পুনরুদ্ধার দিবস, নূর হোসেন দিবস, তাজুল দিবস, ডা. মিলন দিবস, সেলিম-দেলোয়ার দিবস পালিত হতো। সময়ের ব্যবধানে সেসব দিবস ফিকে হয়ে আসে রাজনীতির নানা হিসাব-নিকাশে। অথচ গণতন্ত্রের জন্য আত্মাহুতি দেওয়া এই মানুষগুলো গণতন্ত্রের প্রতীকে পরিণত হয়েছিলেন। নূর হোসেন ছিলেন স্বৈরাচারবিরোধী আন্দোলনের প্রতীক।