মাদকদ্রব্য সংক্রান্ত অপরাধে আটক ও জব্দ-বস্তু সংরক্ষণ-নিষ্পত্তি বিধিমালা তৈরির উদ্যোগ নিয়েছে সরকার। এরই পরিপ্রেক্ষিতে খসড়াও তৈরি করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর। নিয়ম অনুযায়ী, প্রস্তাবিত খসড়ার বিষয়ে সংশ্লিষ্টদের চিঠি দিয়ে একাধিকবার মতামত চাওয়া হয়েছে। তবুও সবার মতামত মেলেনি। বর্তমানে প্রস্তাবিত খসড়াটি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগে আছে।
জানা গেছে, ‘মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮’ এর ধারা ২৫, ২৬, ২৭, ২৮ এবং ৬৮ মোতাবেক ‘আটক ও জব্দকৃত বস্তু সংরক্ষণ ও নিষ্পত্তি বিধিমালা-২০২১’ করা হচ্ছে। বিধিমালার খসড়া তৈরি করার পর তা সুরক্ষা সেবা বিভাগে পাঠায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর। এরপর সুরক্ষা সেবা বিভাগ থেকে গত ১৯ সেপ্টেম্বর খসড়ার বিষয়ে মতামত দেওয়ার জন্য সংশ্লিষ্টদের চিঠি পাঠানো হয়। চিঠিতে ১০ অক্টোবরের মধ্যে মতামত চাওয়া হয়। তবে নির্দিষ্ট সময়ের মধ্যে কেউই মতামত দেয়নি।