ইতালি যাওয়ার উদ্দেশে ২০১৮ সালের এপ্রিলে দেশ ছাড়েন মাদারীপুরের সদর উপজেলার মধ্য পেয়ারপুর গ্রামের তরিকুল (২২)। এ জন্য প্রথমে যান তিনি ভূমধ্যসাগর পারের আফ্রিকার দেশ লিবিয়ায়। জুনের শেষের দিকে ভূমধ্যসাগর পাড়ি দিতে অন্যদের সঙ্গে লিবীয় উপকূল থেকে নৌকায় চেপে বসেন তরিকুল। তবে সাগরের অপর পারে ‘স্বপ্নের দেশ’ ইতালি পৌঁছার আগেই তাঁদের নৌকাটি ডুবে যায়। আরও কয়েকজনের সঙ্গে নিখোঁজ হন তরিকুল। এ পর্যন্ত তাঁর খোঁজ পায়নি পরিবার।
তরিকুলের কথা তুলতেই কেঁদে ফেলেন মা হিরণ বেগম। নিজেকে কোনো রকমে সামলে তিনি প্রথম আলোকে বলেন, ‘দালাল জামালকে ফোন করে বলেছি, আমার একটা ছেলে সৌদি গিয়ে মারা গেছে, লাশটা দেখি নাই। আমার এই ছেলেটারে ভিক্ষা দে। আমার যা আছে, সব তোরে দিয়া দেব। ছেলেরে আর ফিরে পাই নাই।’ হিরণ বেগম বলেন, লিবিয়া থাকার সময় একবার দালালদের মারধরের শিকার হয়ে বাড়িতে ফোন করেছিলেন তরিকুল। তখন বসতভিটা বিক্রি করে ছেলেকে ফেরত আনতে চেয়েছিলেন।