রেললাইনে প্রয়োজনীয় পাথর না থাকায় রেলপথ যেন মরণফাঁদে পরিণত হয়েছে। কোথাও আবার পাথরের ছিটেফোঁটাও নেই, কোথাও শুধু মাটির ওপরে পড়ে আছে রেললাইন। পাথরবিহীন রেললাইনে উনিশ থেকে বিশ হলেই ট্রেন লাইনচ্যুতির ঘটনা হচ্ছে। এতে প্রাণহানিসহ লোকসান গুনতে হচ্ছে। কিন্তু রেল কর্তৃপক্ষের কোনো মাথাব্যথা নেই বলে অভিযোগ।