শরীয়তপুরে সদর উপজেলার চিতলিয়া ইউনিয়নে সব প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ার আলোচিত ঘটনায় ওই ইউনিয়নে নির্বাচন স্থগিত করেছে নির্বাচন কমিশন (ইসি)। সোমবার সন্ধ্যায় স্থগিতসংক্রান্ত একটি চিঠি জেলা নির্বাচন অফিসে পাঠানো হয়েছে। চিঠিটি ইসির নির্বাচন ব্যবস্থাপনা শাখার উপ-সচিব আতিয়ার রহমান স্বাক্ষরিত।
জেলা নির্বাচন কার্যালয় সূত্র জানায়, সদর উপজেলার চিতলিয়া ইউনিয়নে দ্বিতীয় ধাপে ১১ নভেম্বর ভোট হওয়ার কথা ছিল। এই ইউনিয়নে তিনজন চেয়ারম্যান পদে, ৪৮ প্রার্থী সদস্য পদে এবং ১২ জন সংরক্ষিত নারী সদস্য পদে মনোনয়নপত্র দাখিল করেন। পরে তাদের মনোনয়ন বৈধ বলে গণ্য হয়।