জ্বালানি তেলের দাম বাড়ানোর প্রতিবাদে পরিবহনমালিক ও শ্রমিকদের ধর্মঘটে যশোরের বেনাপোল স্থলবন্দর কার্যত অচল হয়ে পড়েছে। গত দুই দিনে বেনাপোল বন্দর থেকে পণ্য নিয়ে কোনো ট্রাক গন্তব্যের উদ্দেশে ছেড়ে যায়নি। এতে বন্দরে তীব্র পণ্যজটের সৃষ্টি হয়েছে। বন্দরে পণ্য রাখার জায়গা না থাকায় ভারত থেকে আমদানি করা পণ্য নিয়ে অন্তত ৪০০টি ট্রাক বন্দর এলাকায় রাস্তার ওপরে দাঁড়িয়ে আছে।