আসন্ন কলমা ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকা প্রতীকের বিরুদ্ধে কাজ করলে ও কথা বললে এলাকায় থাকতে দেওয়া হবে না বলে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে রাজশাহী-১ আসনের (গোদাগাড়ী-তানোর) আওয়ামী লীগের সংসদ সদস্য ওমর ফারুক চৌধুরীর বিরুদ্ধে।
গত বুধবার (৩ নভেম্বর) রাতে দরগাডাঙ্গা স্কুল ও কলেজ মাঠে জেলহত্যা দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় বক্তব্য রাখতে গিয়ে তিনি এ হুমকি দেন বলে অভিযোগ।
একটি ভিডিও ফুটেজে সংসদ সদস্য ওমর ফারুক চৌধুরীকে দলীয় কর্মীদের উদ্দেশ্যে বলতে শোনা গেছে, '(কলমা ইউনিয়নের) প্রতিটি গ্রামে গিয়ে বলে দিবেন যে, কেউ নৌকার বিরুদ্ধে কথা বললে এবং নৌকার বিরুদ্ধে কাজ করলে, কলমার মাটিতে তার স্থান হবে না'।