ভারতে জাতীয় নির্বাচন হবে ২০২৪-এর শুরুতে। এ কারণে ২০২২ ও ২০২৩ সেখানে স্পর্শকাতর বছর। এই ২৪ মাসে বিভিন্ন রাজ্যে যেসব স্থানীয় নির্বাচন হবে, সেসব এখন জাতীয় নির্বাচনের কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনালের মতো মনোযোগ পাচ্ছে। এ তালিকায় আছে বৃহত্তর উত্তর প্রদেশ থেকে ক্ষুদ্র ত্রিপুরা পর্যন্ত, দশের অধিক রাজ্য।
৫৪৩ আসনের ভারতীয় লোকসভায় উত্তর প্রদেশের জন্য বরাদ্দ ৮০ আসন। ত্রিপুরার জন্য মাত্র দুটি। ত্রিপুরা এত ছোট জনপদ যে রাজ্য ও কেন্দ্রশাসিত এলাকার আয়তনে দেশে এর অবস্থান ২৮তম। তারপরও এ রাজ্যের বিধানসভা নির্বাচন হঠাৎ তুমুল উত্তেজনা ছড়াতে শুরু করেছে কিছুদিন থেকে। যদিও সে নির্বাচন আসতে বহু সময় বাকি এখনো!