অবন্তী-মিঠুনের দীপাবলির গান

এনটিভি প্রকাশিত: ০৩ নভেম্বর ২০২১, ১৫:৩০

সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম উৎসব দীপাবলি। আর এই দীপাবলি উপলক্ষে নতুন সুর ও ছন্দে ‘আদ্যা স্তোত্র’ গাইলেন মিঠুন চক্র ও অবন্তী সিঁথি। নতুন ধরনের এই আয়োজন প্রসঙ্গে মিঠুন চক্র বলেন, ‘সৃষ্টিকর্তার বিভিন্ন রূপকে মানুষ বিভিন্ন রূপে আরাধনা করে। যেমন দুর্গাপূজায় দুর্গা, কালীপূজায় কালী বা নারায়ণী। কিন্তু তিনি আদি এবং অনন্তকাল ধরেই বিদ্যমান। আর সৃষ্টিকর্তার আদি শক্তির মন্ত্র নিয়ে আমরা এই গানটি গেয়েছি। এটির রচয়িতা চট্টগ্রামের মহাসাধক অন্নদা ঠাকুর। তিনি রামকৃষ্ণ পরমেশ্বরের শিষ্য ছিলেন। যত দূর জানি অন্নদা ঠাকুর এই মন্ত্রের পুরোটাই স্বপ্নে পেয়েছেন দেবী দুর্গার কাছ থেকে। এটাকেই আমরা গানে রূপ দিয়েছি।’  

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us