ছাঁটাইয়ের প্রতিবাদে গাজীপুরে এক পোশাক কারখানার শ্রমিকরা বিক্ষোভ দেখিয়েছেন। জেলার কালিয়াকৈর উপজেলার মাটিকাটা এলাকায় বুধবার সকালে তারা এই বিক্ষোভ দেখান বলে গাজীপুর শিল্প পুলিশের পরিদর্শক ফরহাদ আব্বাস জানান। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ার গ্যাসের শেল নিক্ষেপ করে।
পরিদর্শক ফরহাদ বলেন, “ওই প্রতিষ্ঠানের দুটি সেকশন বন্ধ করে দেওয়ায় শ্রমিকরা ক্ষিপ্ত হয়ে আন্দোলন শুরু করেন। তারা ইটপাটকেল ছুড়ে কয়েকজন পুলিশ সদস্যকে আহত করেন। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ১৯ রাউন্ড কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করে।”