প্রায় ভুলে গেছে সবাই। এইতো আর কয়দিন, পুরোটা ভুলে যাবে। চোখ কুঁচকে ভাবার চেষ্টা করবে কী যেন হয়েছিল? প্রতিবছরই হয়, ভুলে যায় সবাই, আবারও হয়, এবারও তাই হবে। কিন্তু এবারের ঘটনা এত সরল নয়। কেবল কিছু হামলা, রাজনৈতিক উদ্দেশ্য অথবা লুট অথবা অনুভূতি এইসবে আটকে থাকা ঘটনা নয়, ঘটনা বড়। বেশ বড়ই। বলছিলাম মন্দিরে কোরান রাখাকে কেন্দ্র করে ১৮ জেলায় সাম্প্রদায়িক হামলার কথা।
প্রথমে ভাবা হয়েছিল, এটি ধর্মীয় অনুভূতির ওপর আঘাত। ক্ষুব্ধ ধার্মিকরা এই তাণ্ডব চালিয়েছে। কিন্তু সবগুলো হামলায় দেখা গেছে, ১৫ থেকে ২৫ বছরের কিশোর যুবকদের, যাদের অনুভূতি নিয়ে, অন্তত ধর্মীয় অনুভূতি নিয়ে এত উত্তেজিত বা এত উগ্র হওয়ার কথা নয়।