স্বাস্থ্য মন্ত্রণালয়ের ১৭ হারানো ফাইলের বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের একজন ঠিকাদারকে নিয়ে গেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। গতকাল সোমবার রাতে তাকে সিআইড কার্যালয়ে নেওয়া হয়। নাসিমুল গণি ওরফে টোটনকে রাজশাহী শহরের রাজপাড়ায় তার নিজ বাসা থেকে নিয়ে আসে সিআইডি।
রাজশাহী মেট্রোপলিটন সিআইডির বিশেষ পুলিশ সুপার আবদুল জলিল বলেন, 'তাকে আমরা গ্রেপ্তার করিনি। এ বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য তাকে ঢাকায় পাঠানো হয়েছে।' 'হারানো ফাইলের মধ্যে একটি ফাইল রামেক হাসপাতাল সংশ্লিষ্ট হওয়ায় তাকে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন', বলেন তিনি।