লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর এক শীর্ষ কর্মকর্তা বলেছেন, বৈরুত এবং রিয়াদের মধ্যকার চলমান কূটনৈতিক টানাপড়েনের মূল কারণ হচ্ছে ইয়েমেনের মারিব প্রদেশ। ওই প্রদেশ মুক্ত হয়ে যাওয়ার ব্যাপারে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান ভয়ে আছেন। সে কারণেই তিনি লেবাননের প্রতি ক্ষিপ্ত হয়েছেন এবং দেশটির সঙ্গে সম্পর্ক সংকটাপন্ন পর্যায়ে নিয়ে গেছেন।
মারিব প্রদেশ মুক্ত করার জন্য ইয়েমেনের হুথি আনসারুল্লাহ আন্দোলন এবং তাদের সমর্থিত সামরিক বাহিনী দীর্ঘদিন ধরে অভিযান চালাচ্ছে এবং বর্তমানে তা চূড়ান্ত পর্যায়ে রয়েছে। সেখানে সৌদি জোট পরাজয়ের মুখে রয়েছে। অন্যদিকে, ইয়েমেনে সৌদি বাহিনীর বিরুদ্ধে লড়াইয়ে সব সময়ই সমর্থন দিয়ে এসেছে লেবানন।