বিএনপির সরকারবিরোধী আন্দোলন কথাসর্বস্ব ও ভার্চ্যুয়াল বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, সরকার চায় শক্তিশালী ও দায়িত্বশীলবিরোধী দল। কিন্তু বিএনপি মিডিয়া ও সামাজিক যোগাযোগমাধ্যমে ঝড় তুলতে চায়। এর সঙ্গে জনগণ ও রাজপথের কোনো সংযোগ নেই।
ওবায়দুল কাদের আজ রোববার সকালে তাঁর বাসভবনে ব্রিফিংকালে এসব কথা বলেন। বিএনপির সমালোচনা করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, বিরোধী রাজনৈতিক দল হিসেবে জনগণের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন বিএনপির রাজনীতিতে নেই। তাদের নেই কোনো ইতিবাচক রাজনৈতিক কর্মসূচি। ভুল থেকে শিক্ষা নিতে না পারাই বিএনপির বড় ব্যর্থতা দাবি করে ওবায়দুর কাদের বলেন, ভুল থেকে শিক্ষা নেওয়ার সৎ সাহস আছে বলেই আওয়ামী লীগের জনপ্রিয়তার পাল্লা এখন অনেক ভারী।