ভারতের সুপ্রিম কোর্ট নাগরিকদের মৌলিক অধিকার রক্ষায় এক যুগান্তকারী নজির গড়েছেন। সাংবাদিক, কর্মী এবং রাজনৈতিক বিরোধীদের ওপর নজরদারির জন্য সরকার বেআইনিভাবে বিতর্কিত পেগাসাস সফটওয়্যার ব্যবহার করেছে কি না, তা নিয়ে একটি স্বাধীন তদন্তের নির্দেশ দিয়েছেন তাঁরা। ‘জাতীয় নিরাপত্তার উদ্বেগ উত্থাপন করে রাষ্ট্র সব সময় পার পেতে পারে না’ বলে আদালত যে পর্যবেক্ষণ দিয়েছেন, তা নিঃসন্দেহে যুগান্তকারী। বিচারপতিরা বলেছেন, নির্বিচার গুপ্তচরবৃত্তির অনুমতি দেওয়া যায় না, যা বাক্স্বাধীনতা এবং সংবাদপত্রের স্বাধীনতার ওপর ভীতিকর প্রভাব ফেলতে পারে।
বেশ কয়েকজন ভারতীয় সাংবাদিক এবং নাগরিক অধিকারকর্মীর দায়ের করা মামলায় অভিযোগ করা হয়েছিল যে তাঁদের মুঠোফোনে ব্যক্তিগত তথ্য হাতিয়ে নিতে পেগাসাস নামের একটি স্পাইওয়্যার বেআইনিভাবে প্রবেশ করানো হয়েছে বলে সংবাদমাধ্যমের অনুসন্ধানী প্রতিবেদনে প্রকাশ পেয়েছে।