অন্যান্য বছরের তুলনায় এবার অক্টোবরের মাঝামাঝি দেশে বেশ গরম অনুভূত হচ্ছিল। ভ্যাপসা গরমে কখনো কখনো হাঁসফাঁস অবস্থাও তৈরি হয়েছিল। বাতাসে সুপ্ত তাপ, জলীয় বাষ্পের আধিক্য ও বৃষ্টি না হওয়ায় এমনটা হয়েছিল বলে জানান আবহাওয়াবিদেরা। কিন্তু এখন আবহাওয়ার সেই অস্বস্তিকর অবস্থা অনেকটাই কেটে গেছে।
আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু ইতিমধ্যে দেশ থেকে বিদায় নিয়েছে। বৃষ্টির সঙ্গে সঙ্গে তাপমাত্রা কমেছে। কয়েক দিন ধরে প্রায় অপরিবর্তিতভাবে ২২ থেকে ২৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকছে। দিন ও রাতে স্বস্তির তাপমাত্রা বিরাজ করছে। দিনে মাঝেমধ্যে সূর্যের দেখা মিলছে না। আবার কুয়াশার দেখাও মিলছে।