প্রতারণার মাধ্যমে জমি বিক্রির টাকা আত্মসাৎ করতে দিনাজপুরের ঘোড়াঘাট থেকে স্বেচ্ছায় আত্মগোপনে চলে যান আইমুদ্দিন (৫৪) নামে এক ব্যক্তি। এরপর তার ছেলে অপহরণ মামলা করেন জমি ক্রেতার বিরুদ্ধে। কিন্তু প্রতারণার বিষয়টি বুঝতে পেরে প্রতিপক্ষও পাল্টা মামলা করেন। প্রতিপক্ষের মামলায় আইমুদ্দিনের দুবছরের জেল হয়। কিন্তু তিনি নিখোঁজ থাকায় তাকে সে মামলায় পলাতক দেখানো হয়।
ঘটনাটি ২০১৩ সালের। অবশেষে অপহরণ নাটকের আট বছর পর পুলিশ গ্রেফতার করেছে আইমুদ্দিনকে। সোমবার (২৫ অক্টোবর) দুপুরে দিনাজপুর আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়।