মাঝিপাড়ায় দুই ছেলের পরিবার নিয়ে রাস্তার পাশের একটি বাড়িতে বাস করতেন ৮০ বছরের রুহিনি চন্দ্র দাস। গত রোববারের হামলার পর পরিবারের ১০ সদস্য নিয়ে তিনি এখন ঠাঁই নিয়েছেন রেড ক্রিসেন্ট সোসাইটির একটি তাঁবুতে।
এবার শারদীয় দুর্গোৎসবে 'কোরআন অবমাননার' কথিত অভিযোগের পরিপ্রেক্ষিতে দেশের বিভিন্ন জায়গার মন্দির-মণ্ডপে হামলা, সহিংসতা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এর ধারাবাহিকতায় একটি ফেসবুক পোস্টকে কেন্দ্র করে রোববার রাত ১০টার দিকে রংপুরের পীরগঞ্জ উপজেলার রামনাথপুর ইউনিয়নের মাঝিপাড়া, বটতলায় হিন্দু ধর্মাবলম্বীদের অন্তত ২৫টি বাড়ি-দোকানে আগুন দেয় দুর্বৃত্তরা। লুট করে নেয় সবকিছু। আক্রান্ত হয় ৬৬টি পরিবার।