বয়স্ক, বিধবা কিংবা প্রতিবন্ধী ভাতা; সব ধরনের কাজেই লাগে টাকা। সরকারি ঘর করে দিতেও নেন খরচ। দিতে হয় মাসিক কমিশনও। পকেট ভারী করতে না পারলে মেলে না সেবা। টাকা না দিলে কথাও বলেন না। বলতে গেলে এক নীতিতেই বিশ্বাসী। ‘আগে পকেট খরচ, পরে সেবা’। এভাবেই প্রতিদিনের কর্মযজ্ঞ চালান মাহেনারা পারভীন পান্না। নারী হয়েও অনিয়ম আর দুর্নীতিতে রয়েছেন একধাপ এগিয়ে।