বাংলাদেশ ও পাপুয়া নিউগিনিকে হারিয়ে সুপার টুয়েলভে আগেই একটি পা দিয়ে রেখেছে স্কটল্যান্ড। প্রথম পর্বের ‘বি’ গ্রুপ থেকে পরবর্তী রাউন্ডে যাওয়া অনেকটাই নিশ্চিত তাদের। আজ (মঙ্গলবার) বাংলাদেশকে হারাতে পারলে স্কটল্যান্ডকে নিয়ে সংযুক্ত আরব আমিরাতের টিকিট কাটবে ওমান। বাংলাদেশের মিশন টুর্নামেন্টে টিকে থাকার। সেজন্য আজ ওমানকে যেকোনো মূল্যে হারাতে হবে।
জটিল সমীকরণ মেলাতে একাদশে একটি পরিবর্তন নিয়ে মাঠে নেমেছে টাইগাররা। তবে ঘোর অমানিশা হয়ে নেমে আসা ব্যাটিং ব্যর্থতার বৃত্ত ভেঙে কিছুতেই বের হতে পারছে না টাইগাররা। মুশফিকুর রহিম, লিটন দাস, নুরুল হাসান সোহানরা যেন ব্যাটিং করতেই ভুলে গেছেন! ওমানের বোলারদের বিপক্ষে প্রাণপণ লড়ে নাঈম শেখের ৬৪ রানের ইনিংসের কল্যাণে লাল-সবুজের প্রতিনিধিদের সংগ্রহ ১৫৩ রান। বিশ্বকাপে টিকে থাকার লড়াইয়ে এই রানের মধ্যে আটকাতে হবে স্বাগতিক ওমানকে।