এটা এখন স্পষ্ট, দেশের সব নাগরিক সমান নয়

প্রথম আলো মহিউদ্দিন আহমদ প্রকাশিত: ১৯ অক্টোবর ২০২১, ১৫:১৮

রাষ্ট্র তো কোনো দৈব নির্দেশে বা কারও ইচ্ছায় তৈরি হয় না। এটি তৈরি করে জনগণ। পৃথিবীতে অনেক রাষ্ট্র হচ্ছে, যা জনগণ তৈরি করেনি। রাজার ক্ষমতায় কিংবা ঔপনিবেশিক শক্তির মর্জিমাফিক তৈরি হয়েছে। কিন্তু বাংলাদেশ নিয়ে আমরা গর্ব করে বলি, এই রাষ্ট্রের জন্ম দিয়েছে কোটি কোটি মানুষ, একটি জনযুদ্ধের মধ্য দিয়ে। দেশ স্বাধীন হলেই যে মানুষ স্বাধীন হয় না, তার প্রমাণ আছে ভূরি ভূরি। জন্মের পাঁচ দশক পর বাংলাদেশের দিকে তাকালে এমনই মনে হয়। একাত্তরে যাদের ঘর পোড়েনি, ভিটেমাটি দখল হয়নি, স্বজন নিহত হয়নি, যারা নৃশংসতা দেখেনি, তারা বুঝবে না কত দাম দিয়ে এই স্বাধীনতা কিনতে হয়েছে।


দেশে সোয়া কোটি, দেড় কোটি বা তারও বেশি লোক হিন্দু সম্প্রদায়ের। পৃথিবীর অধিকাংশ দেশের জনসংখ্যা এর চেয়ে কম। এই বিরাট জনগোষ্ঠী মেজরিটি শভিনিজমের বলি। এখন তো আড়ালে-আবডালে নয়, মুখের সামনেই তাদের বলা হয় ‘মালাউন’। আর তাদের পক্ষে কেউ দু-চার কথা বললে, সে হয়ে যায় মুরতাদ।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us