লেবাননের পার্লামেন্টে হিজবুল্লাহ সমর্থিত সংসদীয় দলের প্রধান মুহাম্মাদ রায়াদ বলেছেন, বৃহস্পতিবারের বিক্ষোভে যারা গুলি চালিয়েছে তারা শাস্তি পাবে। তবে আমরা দেশে গৃহযুদ্ধ হতে দেবো না। ষড়যন্ত্রকারীরা সফল হবে না। পাশাপাশি সেদিন যারা শহীদ হয়েছেন তাদের রক্ত বৃথা যেতে দেবো না। বৈরুতে এক অনুষ্ঠানে এমন মন্তব্য করেন তিনি।
রায়াদ বলেন, বিক্ষোভকারীদের হত্যার বিচারের বিষয়ে সরকার কী করছে তা আমরা পর্যবেক্ষণ করছি। ঘাতকদের চিহ্নিত করে তাদের শাস্তি নিশ্চিত করতে হবে। সরকারের পদক্ষেপের জন্য অপেক্ষা করবো। আমাদের শহীদদের রক্তকে ভুলে যাবো না।