স্কুল জীবনের কথা নিশ্চয়ই মনে আছে সবার, থাকেই। শিশুর কোমল-নরম মনে এক ধরনের প্রতিযোগিতা তৈরি হয় এখান থেকেই। ক্লাসে প্রথম হতে হবে। পেছনের সারির শিক্ষার্থীদের দেখা হয় ভিন্ন চোখে। অথচ ক্লাসে প্রথম না হলেও বড় হয়ে মানুষ কতো কী হয়ে যায়, সেই নজির আমাদের চারপাশে অসংখ্য, অজস্র। অথচ স্কুল জীবনের ঢুকে যাওয়া এই মানসিকতা আমাদের তাড়িয়ে বেড়ায় পেশাগত জীবনেও। ব্যবসা কিংবা চাকরি যেখানেই হোক, সবাই কেবল প্রথম হতে চায়। অথচ শেষে থাকারও এক বিশেষ সুবিধা আছে, সেটা অনেকেই বুঝতে চায় না।
যেমন ব্যবসার কথাই বলা যাক। প্রতিযোগিতা এড়ানো গেলে যে একচেটিয়া বাজার দখলের সুযোগ তৈরি হয় এটা কে না বোঝে? অথচ প্রতিযোগিতা এড়ানোর কৌশলটাই আমরা বুঝতে চাই না।