ফেসবুক সমাজের বন্ধু, না শত্রু

কালের কণ্ঠ মো. জাকির হোসেন প্রকাশিত: ১৫ অক্টোবর ২০২১, ০৯:৩১

আমাদের চেনা পৃথিবীতে আরেক নতুন পৃথিবী তৈরি হয়েছে, যার নাম ভার্চুয়াল পৃথিবী। নতুন পৃথিবীর এক নতুন অনুষঙ্গ সামাজিক যোগাযোগ মাধ্যম। সমসাময়িক বিশ্বে সামাজিক যোগাযোগ মাধ্যমের সবচেয়ে জনপ্রিয় ও তুমুল বিতর্কিত ওয়েবসাইট ফেসবুক। ফেসবুকের বিরুদ্ধে সম্প্রতি বিভাজন সৃষ্টি, শিশুদের ক্ষতিসাধন, নিরাপত্তার চেয়ে মুনাফার প্রতি ঝোঁক, গণতন্ত্র দুর্বল করাসহ বেশ কয়েকটি অভিযোগ উঠেছে। ২০২১ সালে শান্তিতে নোবেল বিজয়ী ফিলিপাইনের সাংবাদিক মারিয়া রেসা বলেছেন, ঘৃণা ও ভুয়া তথ্য ছড়িয়ে পড়া ঠেকাতে ব্যর্থ হয়েছে ফেসবুক কর্তৃপক্ষ। এর মধ্য দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমটি গণতন্ত্রের জন্য হুমকি তৈরি করছে। মারিয়া আরো অভিযোগ করেছেন, প্রতিষ্ঠানটির অ্যালগরিদম ভুয়া তথ্য ও ঘৃণা ছড়ানো ঠেকানোকে অগ্রাধিকার দিতে সফল হয়নি। এমনকি তথ্য প্রকাশ ও সাংবাদিকতার ক্ষেত্রে পক্ষপাতদুষ্ট আচরণ করে ফেসবুক। ফেসবুক গণতন্ত্রের প্রতি চ্যালেঞ্জ তৈরি করছে—এমন মন্তব্য করে মারিয়া রেসা বলেন, আপনার কাছে যদি তথ্য না থাকে, তবে আপনি প্রকৃত সত্য জানতে ও বিশ্বাস স্থাপন করতে পারবেন না।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us