মোহাম্মদ আশরাফুলের সাথে তিনিও টি-টোয়েন্টি বিশ্বকাপের মূল পর্বে জয়ের অন্যতম রূপকার, নায়ক। ২০০৭ সালের ১৩ সেপ্টেম্বর জোহানেসবার্গে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আফতাব আহমেদের ৪৯ বলে ৬২ রানে হার না মানা ইনিংসের ওপর ভর করেই ১২ বল আগে ৬ উইকেটের অবিস্মরণীয় জয়ের লক্ষ্যে পৌঁছেছিল বাংলাদেশ।
দীর্ঘ একযুগেরও বেশি সময় পর এবার তার দল আবার বিশ্বকাপে মূল পর্বে জিতবে- এমন আশায় বুক বেঁধে আছেন আফতাব। জাগো নিউজের সাথে টিম বাংলাদেশের বিশ্বকাপ টি-টোয়েন্টিতে সম্ভাবনা নিয়ে একান্তে কথা বলেছেন এ প্রজন্মের অন্যতম কুশলী এই প্রশিক্ষক।