পৃথিবীর সর্বশ্রেষ্ঠ প্রাণীর নাম ‘মানুষ’। জাতি-ধর্ম-বর্ণ-লিঙ্গ-নির্বিশেষে এতে কোনো বিতর্ক নেই। অথচ শুধু লিঙ্গবৈষম্যের কারণেই এর বিতর্ক চলে আসছে বছরের পর বছর, যুগের পরে যুগ। এমনকি শতাব্দী পেরিয়ে নতুন শতাব্দীতেও। একমাত্র মানুষ জাতির ক্ষেত্রেই এই বিভেদ চলমান। মূলত ক্ষমতার লড়াই আর পেশিশক্তির দম্ভকে পুঁজি করে পুরুষতান্ত্রিক সমাজব্যবস্থায় এ লড়াই কালক্রমে বেগবান হয়েছে। শুধু বাংলাদেশেই নয় বরং পুরো বিশ্বই এই লিঙ্গবৈষম্যের রোষানলে পড়ে অনেক সম্ভাবনাময় জীবনের অকালমৃত্যু ঘটে নানা ঘটনা প্রবাহের মধ্য দিয়ে। নির্বাক শ্রোতা-দর্শক কেবল সাক্ষী থাকে আবহমানকাল ধরে।