নিচে যখন নাজমুল হাসান পাপন, ফাহিম সিনহা (অ্যাকমি ল্যাবরেটরিজের অন্যতম স্বত্ত্বাধিকারী), সংসদ সদস্য নাইমুর রহমার দুর্জয় ও নারায়ণগঞ্জের তানভির আহমেদ টিটুর আগাম জয়োধ্বনিতে মাতোয়ারা ভক্ত-সমর্থকরা, তখন বিসিবি ভবনের দোতলা থেকে মাথা নিচু করে নেমে এলেন খালেদ মাসুদ পাইলট।
জাতীয় দলের সাবেক অধিনায়ক মেনে নিয়েছেন, বিসিবির পরিচালনা পর্ষদের নির্বাচনে পরাজিত হয়েছেন তিনি। মুখে লেগে থাকা হাসিটা খানিক ম্লান। তারপরও খেলোয়াড়িসুলভ মনোভাব নিয়েই মিডিয়ার সামনে দাঁড়ালেন, মেনে নিলেন বাস্তবতা।