জাপানের স্থানীয় সময় গত সোমবার বিকেলে পার্লামেন্টের উভয় কক্ষ বিশেষ জরুরি অধিবেশনে মিলিত হয়ে দেশের নতুন প্রধানমন্ত্রী নির্বাচন করার প্রক্রিয়ায় ভোট দেয়। তবে উভয় কক্ষে ক্ষমতাসীন জোটের সংখ্যাগরিষ্ঠতা বজায় থাকায় ভোটের প্রক্রিয়া সার্বিক অর্থেই ছিল আনুষ্ঠানিক। নিম্নকক্ষের ৪৫৮টি ভোটের মধ্যে প্রধান ক্ষমতাসীন লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) সদ্য নির্বাচিত সভাপতি ফুমিও কিশিদা পেয়েছেন ৩১১ ভোট। অন্যদিকে উচ্চকক্ষে ২৪১টি আসনের মধ্যে কিশিদার পক্ষে ভোট পড়েছে ১৪১টি। ফলে অনেকটা বিনা বাধায় দেশের শততম প্রধানমন্ত্রী পদে নির্বাচিত হলেন জাপানের সাবেক এ পররাষ্ট্রমন্ত্রী।