ঢাকা কলেজের ‘অনলাইন ক্লাস স্টুডিও ও সার্ভার রুমে’ স্বচ্ছ কাচের বোর্ডের সামনে দাঁড়িয়ে পড়াচ্ছিলেন একজন শিক্ষক। তবে তাঁর ঠিক সামনে কোনো শিক্ষার্থী নেই। সেখানে ক্যামেরা চালু করে আছেন একজন ক্যামেরাম্যান। তবে সশরীর শিক্ষার্থীরা না থাকলেও তারা অনলাইনে এ ক্লাসে যুক্ত হয়েছে।
গতকাল সোমবার বেলা পৌনে ১১টার দিকে কলেজের দোতলায় স্থাপিত ওই স্টুডিওতে গিয়ে এমন চিত্র দেখা গেল। ক্লাসটি তখন কলেজের ফেসবুক পেজে লাইভ (সরাসরি) হচ্ছিল। পরে কথা হয় রসায়ন বিভাগের এই সহযোগী অধ্যাপক বি এম মহীবুর রহমানের সঙ্গে। তিনি প্রথম আলোকে বলেন, উচ্চমাধ্যমিকের শিক্ষার্থীদের রসায়ন দ্বিতীয় পত্রের ক্লাস নিচ্ছিলেন। তাঁদের কলেজে করোনাকালে দেড় বছর ধরে অনলাইনে ক্লাস হচ্ছে। তবে তিনি চার মাস ধরে এভাবে ক্লাস নিচ্ছেন। প্রথম দিকে দু-একটি ক্লাসে জড়তা থাকলেও এখন তা নেই।