হৃদয়ে বাংলাদেশ

দেশ রূপান্তর মোহাম্মদ আবদুল মজিদ প্রকাশিত: ০১ অক্টোবর ২০২১, ০৯:৪০

বিগত পাঁচ দশকে স্বাধীন বাংলাদেশে সার্বিক সামাজিক পরিবেশে বুদ্ধি, বিনোদন, শিক্ষা-সংস্কৃতি চর্চার যে বিকাশ ঘটেছে, যে সংস্কার সাধিত হয়েছে, আমজনতার মণশচক্রবালের প্রসার ঘটেছে সেখানে মিডিয়া অগ্রগণ্য ভূমিকা পালন করেছে। বাংলাদেশে  প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া যুগোপযোগী ভূমিকা পালনে দৃঢ়চিত্ততা প্রদর্শনে সবসময় সক্ষম না হলেও কখনো পিছপা হয়নি। সংবাদ মুদ্রণ ও সম্প্রচারে, সৃজনশীল সাহিত্য রচনা পৃষ্ঠপোষকতায়, অর্থনীতির সহজ সরল ব্যাখ্যায়, রাজনীতির গতিবিধি তুলে ধরায়, সুস্থ বিনোদন বিতরণে অনেক চড়াই-উতরাই পেরিয়েও প্রযুক্তি ও প্রক্ষেপণ দক্ষতায় অনেকটা এগিয়েছে বাংলাদেশের মিডিয়া। ইলেকট্রনিক যে মিডিয়া বাংলাদেশের মানুষের মননে মেধায়, আর্থসামাজিক প্রাগ্রসরমানতায় প্রযতœ প্রেরণা সঞ্চার করেছে সবচেয়ে বেশি সেটি চ্যানেল আই। আজ পহেলা অক্টোবর। চ্যানেল আই-এর জন্মদিন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us