সুস্পষ্ট নিম্নচাপের জেরে মঙ্গলবার রাত থেকে দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই শুরু হয়েছে ভারী বৃষ্টি। নিম্নচাপের বেশি প্রভাব পড়েছে উপকূল এলাকাগুলিতে। সুন্দরবন ও পূর্ব মেদিনীপুরের উপকূল এলাকার পরিস্থিতি সবথেকে খারাপ। ভারী বৃষ্টিতে জল জমেছে বিভিন্ন এলাকায়। তা ছাড়া জোয়ারের জল বাঁধ উপচে ঢুকে পড়েছে। টানা বৃষ্টির জেরে বাঁধের মাটি নরম হয়ে গিয়েছে। ফলে অনেক জায়গায় বাঁধ ভেঙে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে।