জার্মানিতে প্রাথমিক ফলে জয়ী এসপিডি, পিছিয়ে মার্কেলের দল

ঢাকা টাইমস প্রকাশিত: ২৭ সেপ্টেম্বর ২০২১, ০৯:৫৪

জামার্নির জাতীয় নির্বাচনে প্রাথমিক ফলে বিজয়ী হয়েছে সামাজিক গণতন্ত্রী দল এসপিডি। তারা বিদায়ী চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেলের সিডিইউ/সিএসইউ দলের চেয়ে ২ শতাংশ ভোটে এগিয়ে গিয়েছে৷ জোট সরকার গঠিত হবে কি না সে বিষয়টি এখনো অস্পষ্ট।


 


এই ফলে দেখা যাচ্ছে সামাজিক গণতন্ত্রী এসপিডি (২৫.৭ শতাংশ), খ্রিষ্টীয় গণতন্ত্রী সিডিইউ/সিএসইউ (২৪.১ শতাংশ), সবুজ দল (১৪.৮ শতাংশ), মুক্ত গণতন্ত্রী এফডিপি (১১.৫ শতাংশ), অভিবাসনবিরোধী এএফডি (১০.৩ শতাংশ), বাম দল (৪.৯ শতাংশ) ও অন্যান্য (৮.৬ শতাংশ) ভোট পেয়েছে৷ খবর ডয়চে ভেলের


 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us