মন খারাপ হয়েছিল যখন হাইকোর্ট নির্দেশ দিয়েছিল নিবন্ধিত ৯২ টি ছাড়া সব ওয়েব পোর্টাল সাত দিনের মধ্যে বন্ধ করে দিতে। কতো সহকর্মী কাজ হারাবে এই শঙ্কায় বুক কেঁপে উঠেছিল। এমনিতেই করোনাকালে নানা ছুঁতোয় গণমাধ্যমে নিরবে ছাঁটাই অভিযান চালিয়েছে ব্যবসা সফল গণমাধ্যমও।
নিবন্ধন নেই স্বল্প বিনিয়োগের অনলাইন পত্রিকাও লোক কমিয়েছে। সারাদেশে কতো অনলাইন পোর্টাল আছে তার সঠিক কোন পরিসংখ্যান নেই। তবে ২ হাজার ১৮ টি অনলাইন পোর্টালের আবেদন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে জমা আছে, এমন তথ্য পাওয়া যায়। শহর গ্রামেগঞ্জে ছড়িয়ে আছে, এমন সকল অনলাইন পোর্টাল, রেজিস্ট্রেশনের জন্য আবেদন করেছে, এমন বলা যাবে না। কোন কোন অনলাইন ওয়েব পোর্টাল আইপি টিভির রূপ ধারণ করারও চেষ্টা করছে।