প্রগতিশীল, ঐতিহাসিক, সাংস্কৃতিক যেকোনও অর্জনকে ধ্বংস করতে তালেবানরা কখনও পিছপা হয়নি। নিজেদের যতই সংস্কারবাদী দাবি করুক, এবারও তারা সেই পরিচয় টিকিয়ে রেখেছে। ২০০১ সালে সারাবিশ্বের প্রত্নতাত্ত্বিকদের কাঁদিয়ে ভেঙে ফেলা বামিয়ান জোড়া বুদ্ধমুর্তির পর ২০২১-এ এসে একের পর এক ইন্সটিটিউট বন্ধ ও ভাঙচুরের পর সর্বশেষ গুঁড়িয়ে ফেলা হলো ঐতিহ্যবাহী গিরিশ্ক কেল্লাও।