২০২০ সালে ভারতে প্রতিদিন গড়ে ৮০টি খুন ও ৭৭টি ধর্ষণের ঘটনা ঘটেছে। এই সময়ে মোট ২৯ হাজার ১৯৩টি প্রাণহানির ঘটনা ঘটেছে। এর মধ্যে উত্তরপ্রদেশ (৩,৭৭৯) রয়েছে তালিকার সবার ওপরে। এরপরেই রয়েছে বিহার (৩,১৫০), মহারাষ্ট্র (২১৬৩), মধ্যপ্রদেশ (২১০১) ও পশ্চিমবঙ্গ (১৯৪৮)। মঙ্গলবার ভারতের ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরোর প্রকাশিত প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে।
২০২০-এর রিপোর্ট অনুসারে, ২০১৮ সালের তুলনায় ২০২০ সালে অপরাধের সংখ্যা বৃদ্ধি পেয়েছে ৬৩ শতাংশ। তামিলনাড়ুতে ৪৪ শতাংশ, জম্মু ও কাশ্মিরে ২৮ শতাংশ, রাজস্থানে ২৭ শতাংশ বৃদ্ধি পেয়েছে। ঝাড়খণ্ড এবং ওড়িষ্যায় অপরাধ বেড়েছে ২১ শতাংশ করে।