বৈশ্বিক মহামারির প্রাদুর্ভাবের পর থেকেই মার্কিন রাজনীতিবিদেরা প্রতিনিয়ত চীনের ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। কেবল সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও ‘চায়নিজ ভাইরাস’ ও ‘উহান ভাইরাস’-এর মতো বিভ্রান্তিকর শব্দ ব্যবহার করেননি, বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেনও চীনে কোভিড-১৯-এর উৎস সম্পর্কে তদন্ত করতে মার্কিন গোয়েন্দা সংস্থাকে নির্দেশ দেওয়ার মাধ্যমে চীনের দিকে আঙুল তুলেছেন।
গত ২৭ আগস্ট যুক্তরাষ্ট্রের জাতীয় গোয়েন্দা সংস্থার পরিচালকের দপ্তর কোভিড-১৯-এর উৎস শনাক্তকরণ–সম্পর্কিত গোয়েন্দা সংস্থার মূল্যায়নের একটি সারসংক্ষেপ প্রকাশ করেছে। সেখানে সার্স-কোভ-২-এর উৎস হিসেবে প্রাকৃতিক উপায় অথবা ল্যাবরেটরি দুর্ঘটনা—কোনোটিকেই পুরোপুরি অস্বীকার করা হয়নি। প্রতিবেদনে ভুলভাবে দাবি করা হয়েছে, চীন ‘বৈশ্বিক তদন্তে ব্যাঘাত ঘটাচ্ছে, তথ্য প্রদানের ক্ষেত্রে প্রতিবন্ধকতা তৈরি করছে এবং অন্য দেশকে দোষারোপ করে যাচ্ছে’।