আফ্রিকাকে অগ্রাধিকার দিয়ে করোনার ভ্যাকসিন আবার রপ্তানি শুরু করতে চলেছে ভারত। ভারতে প্রাপ্তবয়স্ক জনগোষ্ঠীর বড় একটি অংশকেই টিকা দেওয়া হয়ে গেছে। সেই সঙ্গে ভ্যাকসিন উৎপাদনেও গতি বেড়েছে। এ কারণেই দেশটি আবার ভ্যাকসিন রপ্তানি শুরু করার কথা চিন্তা করছে।
রয়টার্স জানায়, বিশ্বে সবচেয়ে বেশি পরিমাণে ভ্যাকসিন উৎপাদন করে ভারত। ভ্যাকসিন রপ্তানিতেও দেশটির অবস্থান শীর্ষে। তবে করোনার দ্বিতীয় ঢেউ আঘাত হানার পর নিজেদের জনগণকে অগ্রাধিকার দিতে গত এপ্রিলে দেশটি করোনার টিকা রপ্তানি বন্ধ করে দেয়।
ভারত সরকার আগামী ডিসেম্বরের মধ্যে ৯৪ কোটি ৪০ লাখ প্রাপ্তবয়স্ককে টিকা দেওয়ার লক্ষে কাজ করছে। এখন পর্যন্ত প্রাপ্তবয়স্ক জনগোষ্ঠীর ৬১ শতাংশকে টিকা দেওয়া হয়েছে।