বাংলাদেশি পাটের সুদিন কি আবার ফিরে আসছে?

বিবিসি বাংলা (ইংল্যান্ড) প্রকাশিত: ১৪ সেপ্টেম্বর ২০২১, ১৭:১১

গত দুই বছর ধরে বাংলাদেশে পাট চাষ করে ভালো দর পেয়েছেন কৃষকরা। ফলে এই বছরও পাটের আবাদ আরও বেড়েছে। কীভাবে ফিরে আসছে পাটের এই সুদিন?


ফরিদপুরের একজন কৃষক হারুন-অর-রশীদ গত বছর পর্যন্ত যে জমিতে ধান চাষ করেছেন, এই বছর সেখানে পাট লাগিয়েছিলেন।


জুলাই মাসে সেই পাট তোলার পর প্রতি মণ বিক্রি করেছেন তিন হাজার ২০০ টাকা করে।


''গত বছর পাট বিক্রি করে অনেকে লাভ করেছে দেখে এইবার আমিও লাগাইছি। দুই বিঘা জমিতে চাষ করেছিলাম, বিক্রি করে ভালো লাভ হইছে। অনেক বছর পর আবার আমরার জমিতে পাট চাষ হইল,'' বলছিলেন মি. রশীদ।


বাংলাদেশের যত জমিতে পাট চাষ হয়, তার এক তৃতীয়াংশ হয় বৃহত্তর ফরিদপুর জেলায়। তবে মন্দার কারণে কৃষকরা পাট চাষ থেকে মুখ ফিরিয়ে নিয়েছিলেন। কিন্তু গত বছর থেকে ভালো দাম পাওয়ার কারণে আবার পাটের চাষের প্রতি আগ্রহী হয়ে উঠেছেন কৃষকরা।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

বালুচরে সূর্যমুখীর হাসি

bangla.thedailystar.net | রংপুর বিভাগ
২ মাস, ১ সপ্তাহ আগে

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us